11/26/2025 মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ভারত ও কানাডা
মুনা নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ১৯:০৯
প্রায় দুই বছর ধরে স্থগিত থাকার পর ভারত এবং কানাডা একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পর এই আলোচনা স্থগিত করা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা একটি 'উচ্চাকাঙ্ক্ষী বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)' নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। এই চুক্তির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এক্সে দেয়া এক পোস্টে জানান, এ বাণিজ্য চুক্তি তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৭০ বিলিয়ন কানাডীয় ডলারেরও বেশি করতে পারে। তিনি আরো উল্লেখ করেন যে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং চুক্তিটি কানাডার শ্রমিক ও ব্যবসার জন্য ‘বড় নতুন সুযোগ’ সৃষ্টি করবে।
দুই দেশ বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদার এবং দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহসহ সম্ভাব্য সহযোগিতা প্রসারে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।
দুই বছর আগে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগকে (যা ভারত অস্বীকার করে) কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে কানাডা এ বাণিজ্য আলোচনা স্থগিত করেছিল। ফলে, ২০২৪ সালে দুই দেশের পণ্য ও সেবাখাতের বাণিজ্য প্রায় ৩১ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছায়, যদিও তা ভারতের অর্থনীতির আকারের তুলনায় অপেক্ষাকৃত কম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.