11/26/2025 ১৬টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু আজ থেকে
মুনা নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫২
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ভোটার নিবন্ধন কার্যক্রম আজ ২৪ নভেম্বর (বাংলাদেশ সময়) রাত ১২টা থেকে শুরু হচ্ছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে।
আজ থেকে যেসব দেশে নিবন্ধন শুরু হচ্ছে সে দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জ।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমও আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো এবার প্রবাসী বাংলাদেশী নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করেছে।
পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলাকালে ২৪ ঘণ্টা সহায়তা প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন হেল্প ডেস্ক চালু করেছে।
হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বর : +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩-৩২, +৮৮০১৭৭৭৭৭০৫৬২; বোটিম নম্বর: +৮৮০১৩৩৫১৪৯৯২৭, +৮৮০১৩৩৫১৪৯৯২৯-৩০, +৮৮০১৭৭৭৭৭০৫৬২।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.