11/24/2025 জ্যাকসন হাইটস ও পার্কচেস্টারে কমিউনিটি হেল্প সেন্টার প্রোগ্রাম সম্প্রসারণ করল মুনা সোশ্যাল সার্ভিসেস
মুনা নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫ ২০:৩৯
জ্যাকসন হাইটস ও পার্কচেস্টারে কমিউনিটি হেল্প সেন্টার প্রোগ্রাম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে মুনা সোশ্যাল সার্ভিসেস। ২২ নভেম্বর (শনিবার) নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে আরও জানানো হয়, সহমর্মিতা এবং সমর্থনের মাধ্যমে মুসলিম কমিউনিটির পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। সহজলভ্যভাবে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ তাদের।
এই কেন্দ্রগুলোতে এখন আরও অনেক গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হবে, যা অভিবাসী পরিবার, নিম্ন আয়ের মানুষ, প্রবীণ নাগরিক এবং চাকরি খোঁজা ব্যক্তিদের জন্য সহায়ক হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে—
ইমিগ্রেশন সহায়তা: গ্রিন কার্ড, নাগরিকত্ব এবং স্ট্যাটাস সংক্রান্ত আবেদন প্রক্রিয়ায় সাহায্য।
আর্থিক ও খাদ্য সহায়তা: SNAP আবেদন এবং হাফ-ফেয়ার মেট্রোকার্ডে নাম লেখানোয় সহায়তা।
হাউজিং ও মেডিকেয়ার সহায়তা: মেডিকেয়ার নিবন্ধন, বাসস্থানের সমস্যা সমাধান এবং নাম পরিবর্তনের আবেদন প্রক্রিয়া।
ক্যারিয়ার ও চাকরি সংক্রান্ত সহায়তা: চাকরি খুঁজতে সাহায্য, ক্যারিয়ার পরামর্শ এবং চাকরি ধরে রাখার পরামর্শ।
নথি পর্যালোচনা ও ব্যাখ্যা: চিঠি বা নোটিশ নিয়ে আসলে তা বোঝানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা।

মুনা সোশ্যাল সার্ভিসেস জানায়, এমন উদ্যোগের মাধ্যমে তারা মুসলিম কমিউনিটিতে আরও কার্যকর অবদান রাখতেতে পারবে। জ্যাকসন হাইটস ও পার্কচেস্টারের বাসিন্দারা সারা সপ্তাহজুড়ে এই কেন্দ্রগুলো থেকে বিনামূল্যে সহায়তা নিতে পারবেন।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.