11/24/2025 ভেনেজুয়েলাকে লক্ষ্য করে নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫ ২০:১৭
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে চারজন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে এই অভিযানের সময়সূচি, পরিধি এবং ট্রাম্প চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্কও ক্রমশ খারাপ হচ্ছে। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার জন্য হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছে, তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভেনেজুয়েলার বিষয়ে “কিছুই বাদ দেওয়া হচ্ছে না” এবং প্রয়োজনে ট্রাম্প দেশের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে। মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন। কর্মকর্তাদের মধ্যে দুজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিকল্প পদক্ষেপের মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন যে ট্রাম্প তাঁকে সরাতে চাইছেন এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে। আজ রোববার মাদুরো ৬৩ বছর পূর্ণ করেছেন। গতকাল রাতে তিনি কারাকাসের প্রধান থিয়েটারে তাঁর জীবন নিয়ে নির্মিত একটি টিভি সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ভেনেজুয়েলায় সিআইএ-এর গোপন অভিযান অনুমোদন করেছেন। এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমান সংস্থাগুলোকে সতর্ক করে জানিয়েছে, ভেনেজুয়েলার আকাশসীমায় উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এই সতর্কতার পর তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।
যুক্তরাষ্ট্র আগামী সোমবার ‘কার্টেল দে লস সোলেস’–কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই চক্র ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠাচ্ছে এবং মাদুরো এই চক্রের নেতৃত্ব দেন। মাদুরো এই অভিযোগও অস্বীকার করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.