12/05/2024 ধর্মীয় স্থাপনায় হামলা, সৌদিতে ৫ জনের ফাঁসি কার্যকর
মুনা নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৩ ১৯:০৪
সৌদি আরবের আল-আহসা গভর্নরেটের একটি ধর্মীয় স্থাপনায় হামলার দায়ে ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানায়।
যাদের ফাঁসি দেয়া হয় তারা হলেন- মিসরের নাগরিক তালহা হিসাম মোহাম্মাদ আবদো, সৌদি নাগরিক আহমেদ বিন মোহাম্মাদ বিন আহমেদ আসিরি, নাসার বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা, হামাদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা এবং আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল-তুরাইজি।
ধর্মীয় স্থাপনায় হামলার ফলে ৫ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সৌদি সরকার নিরাপত্তা ব্যবস্থার প্রতি বদ্ধপরিকর। এ ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৌদি সরকার সব সময় গুরুত্ব আরোপ করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.