11/24/2025 মিনেসোটায় সোমালিদের অভিবাসন সুরক্ষা মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫ ১৭:১৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি মিনেসোটায় সোমালি অভিবাসীদের নির্বাসন থেকে রক্ষা করার জন্য অস্থায়ী মর্যাদা বাতিল করবেন। শুক্রবার তিনি দাবি করেছেন, এটি শরণার্থী কর্মসূচিতে তার সর্বশেষ ছাঁটাই একটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, মিনেসোটায় সোমালিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস প্রোগ্রাম) অবিলম্বে কার্যকরভাবে বাতিল করছেন।’ একইসাথে সোমালি গ্যাং’ স্থানীয়দের ক্ষতি করার অভিযোগ এনেছেন ট্রাম্প।
তিনি আরো বলেন, ‘তারা যেখান থেকে এসেছে, সেখানেই তাদের ফেরত পাঠাও। সবকিছুর ইতি এখানেই।’
পূর্ব আফ্রিকান দেশটির বাইরে মিনেসোটার মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সবচেয়ে বেশি সোমালি জনগোষ্ঠী বাস করে, যা কয়েক দশক ধরে সঙ্ঘাতের মধ্য দিয়ে যাচ্ছে।
কংগ্রেসের নথি অনুসারে জানা গেছে, ৩১ মার্চ পর্যন্ত প্রায় ৭০৫ জন সোমালি ব্যক্তি টিপিএস আবেদন অনুমোদন পেয়েছেন এবং ‘ডিএইচএস অনুমান করেছে যে যদি এটি বাড়ানো হয় তবে প্রায় ৪ হাজার ৩০০ ব্যক্তি টিপিএসের জন্য নতুনভাবে যোগ্য হতে পারেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতে, সোমালিদের প্রাথমিকভাবে টিপিএস দেয়া হয় ১৯৯১ সালে। সম্প্রতি ২০২৪ সালের জুলাই মাসে ‘সোমালিয়ায় পরিস্থিতির কারণে ব্যক্তিরা নিরাপদে ফিরে যেতে পারে না’ বলে বাড়ানো হয়েছে।
১৯৯০-এর দশকে এক নৃশংস গৃহযুদ্ধের পর সোমালিয়া ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে আল-কায়েদা-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের সাথে লড়াই করছে। বিদ্রোহীরা এই বছরের শুরুতে একটি নতুন আক্রমণ শুরু করে।
ট্রাম্প প্রশাসন ব্যাপক অভিবাসন দমন অভিযান চালাচ্ছে। আফগান, হাইতিয়ান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলার নাগরিক এবং আরো বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য টিপিএস বাতিল করার পদক্ষেপও নিয়েছে।
যার ফলে অভিবাসন দমনে নানা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং ট্রাম্পের সর্বশেষ টিপিএস নির্দেশ আদালতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একটি পৃথক নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে; যা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বছরে ১ লাখেরও বেশি ছিল।
শুক্রবার সোমালিদের লক্ষ্য করে দেয়া ট্রাম্প তার পোস্টে মিনেসোটার ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজেরও সমালোচনা করেন। কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে ‘পাচারমূলক কার্যকলাপের’ অভিযোগ করেছেন।
ট্রাম্প প্রায়ই মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরকে উপহাস করেন। সোমালিয়ায় জন্মগ্রহণকারী ডেমোক্র্যাটকে ‘দেশে ফিরে যেতে’ আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.