11/22/2025 ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে স্থগিতের নির্দেশ আদালতের
মুনা নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫ ২০:৩৪
ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের ‘অবৈধ হস্তক্ষেপ’-এর অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়া কব স্পষ্টভাবে জানান—প্রেসিডেন্ট “যে কোনো কারণে” সৈন্য মোতায়েন করতে পারেন না। ট্রাম্প প্রশাসনকে তিনি ২১ দিনের সময় দিয়েছেন, যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।
ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও, জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড ও ফেডারেল এজেন্ট পাঠানোর কারণে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। লস অ্যাঞ্জেলেস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরে এসব মোতায়েনকে বৈষম্যমূলক, আগ্রাসী এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলো।
তবে বিচার বিভাগ (ডিওজে) মামলাটিকে “অর্থহীন প্রচেষ্টা” বলে অভিহিত করেছে। তাদের দাবি, মোতায়েন স্থগিত করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসির অভিযোগগুলো ভিত্তিহীন।
গত সেপ্টেম্বরে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্বের দায়ের করা মামলায় বলা হয়েছিল, এ ধরনের “অবৈধ দখল” চলতে থাকলে গণতন্ত্র আর আগের মতো থাকবে না।
গত আগস্টে ট্রাম্প প্রথম মোতায়েনের নির্দেশ দেন। সেই আদেশে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ২,৩০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং শতাধিক ফেডারেল এজেন্টকে ওয়াশিংটনে পাঠানো হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.