11/22/2025 দুবাই এয়ার শো'তে ভারতের 'তেজস' যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
মুনা নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫ ২০:০০
সংযুক্ত আরব আমিরাতে চলমান দু্বাই এয়ার শো'তে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানটির পাইলট। খবর, গালফ নিউজের।
শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। গত দুই যুগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বস্ত হলো এই সিরিজের যুদ্ধবিমান।
সামাজিক মাধ্যমের এক ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে, আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। এসময় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চারপাশে।
মূলত, রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম।
প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। সেবার অবশ্য পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.